Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

দেশের বেকার যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সেবাসমূহঃ

ক্রমিক নং

সেবার বিষয়

সেবার ধরন

মেয়াদ

বাস্তবায়নকারী কর্তৃপক্ষ

০১

প্রশিক্ষণ

অপ্রাতিষ্ঠানিকঃ

১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষিত-অর্ধশিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের উপজেলা পর্যায়ে স্বল্পমেয়াদে চাহিদাভিত্তিক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়। যেমনঃ হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ, পোষাক তৈরী, ছাগল পালন, গাভী পালন, গরু মোটাতাজাকরন, ব্লক-বাটিক, মাশরুম চাষ, নার্সারি,  ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি।

 

প্রাতিষ্ঠানিকঃ

ক)  আবাসিকঃ  গবাদীপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ  ও       কৃষি বিষয়ক প্রশিক্ষণ।

 

 

খ)  অনাবাসিকঃ   পোষাক তৈরী, মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার  এ্যাপ্লিকেশন, মৎস্য চাষ, বেসিক কম্পিউটার, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং, রেফ্রিজারেশন  এন্ড এয়ারকন্ডিশনিং ও ইলেকট্রনিক্স।

 

 

০৭ দিন/

১৪ দিন/

২১ দিন

 

 

 

 

 

২ মাস ১৫ দিন

 

 

 

১ মাস/

৩ মাস/

৬ মাস

 

 

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,

সংশ্লিষ্ট উপজেলা

উপ পরিচালক,

যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।

 

 

 

যুব প্রশিক্ষণ কেন্দ্র,

যুব উন্নয়ন অধিদপ্তর,

কাশিপুর, দিনাজপুর।

 

উপ পরিচালক,

যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।

 

০২

যুব ঋণ

প্রশিক্ষণশেষে প্রকল্প গ্রহনকারী যুব ও যুব মহিলাদের যুব ঋণ প্রদান করা হয়ঃ

ক) অপ্রাতিষ্ঠানিকঃ  ২০,০০০/- হ'তে ৪০,০০০/- পর্যন্ত।

খ) প্রাতিষ্ঠানিকঃ     ৪০,০০০/- হ'তে ৭৫,০০০/- পর্যন্ত।

গ) পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচীর আওতায়  ক্ষুদ্রঋণঃ

    ৫-১০টি দলের সমন্বয়ে ১টি কেন্দ্রে জনপ্রতি ১ম দফায় ৮০০০/-থেকে শুরু         করে ৫ম দফায় ১৬০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

২৪ মাসে পরিশোধ

 

 

 

৫২ সপ্তাহে পরিশোধ

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,

সংশ্লিষ্ট উপজেলা

উপ পরিচালক,

যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।

০৩

যুব সংগঠন তালিকাভূক্তিকরণ

বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে যুব উন্নয়ন অধিদপ্তর হ'তে তালিকাভূক্ত করা হয়।

--

উপ পরিচালক,

যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।

০৪

যুব সংগঠনের অনুদান

যুব কল্যান তহবিলঃ  তালিকাভূক্ত যুব সংগঠনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যান তহবিল হ'তে প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হয়।

অনুন্নয়ন খাতঃ  তালিকাভুক্ত যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তর হ'তে প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হয়।

 

 

প্রতি বছর

 

 

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ঢাকা।

 

প্রধান কার্যালয়,

যুব উন্নয়ন অধিদপ্তর,

ঢাকা।

 

০৫

বিবিধ

প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের এবং আবাসন ও আশ্রায়ন প্রকল্পের সুবিধাভোগীদের প্রশিক্ষণ প্রদান, জাতীয় যুব পুরস্কার ও সফল যুব সংগঠক পুরস্কার প্রদান,  বৃক্ষরোপন কর্মসূচী, কর্মশালা, সেমিনার, জাতীয় যুব দিবস সহ বিভিন্ন দিবস সমূহ পালন, জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, এইডস- এর ভয়াবহতা সম্বন্ধে অবহিতকরণ, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা রোধে জনগণকে উদ্বুদ্ধকরণ ইত্যাদিসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচী পালন। এছাড়াও সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন  কর্মসূচী বাস্তবায়ন করণ।

--

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,

সংশ্লিষ্ট উপজেলা

উপ পরিচালক

যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।