দেশের বেকার যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সেবাসমূহঃ
ক্রমিক নং |
সেবার বিষয় |
সেবার ধরন |
মেয়াদ |
বাস্তবায়নকারী কর্তৃপক্ষ |
০১ |
প্রশিক্ষণ |
অপ্রাতিষ্ঠানিকঃ ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষিত-অর্ধশিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের উপজেলা পর্যায়ে স্বল্পমেয়াদে চাহিদাভিত্তিক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়। যেমনঃ হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ, পোষাক তৈরী, ছাগল পালন, গাভী পালন, গরু মোটাতাজাকরন, ব্লক-বাটিক, মাশরুম চাষ, নার্সারি, ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি।
প্রাতিষ্ঠানিকঃ ক) আবাসিকঃ গবাদীপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ।
খ) অনাবাসিকঃ পোষাক তৈরী, মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন, মৎস্য চাষ, বেসিক কম্পিউটার, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ও ইলেকট্রনিক্স। |
০৭ দিন/ ১৪ দিন/ ২১ দিন
২ মাস ১৫ দিন
১ মাস/ ৩ মাস/ ৬ মাস
|
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা ও উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।
যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, কাশিপুর, দিনাজপুর।
উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।
|
০২ |
যুব ঋণ |
প্রশিক্ষণশেষে প্রকল্প গ্রহনকারী যুব ও যুব মহিলাদের যুব ঋণ প্রদান করা হয়ঃ ক) অপ্রাতিষ্ঠানিকঃ ২০,০০০/- হ'তে ৪০,০০০/- পর্যন্ত। খ) প্রাতিষ্ঠানিকঃ ৪০,০০০/- হ'তে ৭৫,০০০/- পর্যন্ত। গ) পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ক্ষুদ্রঋণঃ ৫-১০টি দলের সমন্বয়ে ১টি কেন্দ্রে জনপ্রতি ১ম দফায় ৮০০০/-থেকে শুরু করে ৫ম দফায় ১৬০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। |
২৪ মাসে পরিশোধ
৫২ সপ্তাহে পরিশোধ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা ও উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর। |
০৩ |
যুব সংগঠন তালিকাভূক্তিকরণ |
বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে যুব উন্নয়ন অধিদপ্তর হ'তে তালিকাভূক্ত করা হয়। |
-- |
উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর। |
০৪ |
যুব সংগঠনের অনুদান |
যুব কল্যান তহবিলঃ তালিকাভূক্ত যুব সংগঠনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যান তহবিল হ'তে প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হয়। অনুন্নয়ন খাতঃ তালিকাভুক্ত যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তর হ'তে প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হয়। |
প্রতি বছর
|
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ঢাকা।
প্রধান কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা।
|
০৫ |
বিবিধ |
প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের এবং আবাসন ও আশ্রায়ন প্রকল্পের সুবিধাভোগীদের প্রশিক্ষণ প্রদান, জাতীয় যুব পুরস্কার ও সফল যুব সংগঠক পুরস্কার প্রদান, বৃক্ষরোপন কর্মসূচী, কর্মশালা, সেমিনার, জাতীয় যুব দিবস সহ বিভিন্ন দিবস সমূহ পালন, জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, এইডস- এর ভয়াবহতা সম্বন্ধে অবহিতকরণ, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা রোধে জনগণকে উদ্বুদ্ধকরণ ইত্যাদিসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচী পালন। এছাড়াও সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করণ। |
-- |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা ও উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS